Correct Answer: Option D
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণকালে শ্বাসের বায়ু মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়ে বের হয়, সেগুলোকে নাসিক্য বা আনুনাসিক ব্যঞ্জনধ্বনি বলা হয়।
নাসিক বর্ণ / নাসিক্য ধ্বনি: বাংলা একাডেমির “প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ” অভিধানে (১ম খণ্ড) নাসিক্য ধ্বনি স্পষ্ট দেওয়া আছে ৩ টি (ঙ, ন, ম)। এর পিছনে অবশ্য যুক্তিও আছে; 'ঞ' এবং 'ণ' বর্ণের উচ্চারণ স্বতন্ত্র নয় অর্থাৎ এই বর্ণ দুটির উচ্চারণ অন্য কোনো ধ্বনির সাহায্যে করা যায়। এখন কথা হচ্ছে অভিধানে নাসিক্য ধ্বনি ৩ টির কথা স্পষ্ট উল্লেখ থাকলেও নাসিক্য বর্ণের কথা স্পষ্ট উল্লেখ নেই। আর আমাদের ২০২০ সালের ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বইতে তো ঙ, ঞ, ণ, ন, ম এর সাথেং আর যোগ করে মোট নাসিক্য ধ্বনি বলা হয়েছে ৭ টি বর্ণকে। সমস্যাটা সংখ্যায় নয়; নামে। অর্থাৎ এই ৭ টি হচ্ছে নাসিক্য বর্ণ, নাসিক্য ধ্বনি নয়।
=======================================
অনুনাসিক : শব্দটির বিশ্লেষণ অনু+নাসিক। শব্দটির অর্থ নাসিকার সাহায্যে উচ্চার্য।
আনুনাসিক : সংস্কৃত ‘আনুনাসিক' শব্দটি গঠিত হয়েছে 'ইক' প্রত্যয় যোগে যার অর্থ নাকের সাহয্যে উচ্চারিত। অর্থাৎ যা নাকের সাহায্যে উচ্চারণ করা হয় তা আনুনাসিক। এর সমার্থকই হচ্ছে সানুনাসিক (সহ+অনুনাসিক)।
অনুনাসিক ও আনুনাসিক এর মধ্যে পার্থক্য :
ভালো করে সংজ্ঞা না পড়লে এই দুটির মধ্যে পার্থক্য করাটা অনেক কঠিন। লক্ষ করুন, অনুনাসিক শব্দের অর্থ নাসিকার সাহায্যে উচ্চার্য অর্থাৎ যেটার উচ্চারণে নাসিকা ব্যবহার করতে হবে। আর আনুনাসিক হচ্ছে নাসিকার সাহায্যে উচ্চারিত অর্থাৎ যে কোনো বর্ণই যা নাক দিয়ে উচ্চারিত।
ব্যাপারটা আরও পরিষ্কার করে দিচ্ছি। একটা বাক্য বললাম, "আজ শুক্রবার, চলো ঘুরতে যাই।" এই বাক্যে কোনো নাসিক্য বর্ণ নেই। কিন্তু কেউ যদি ইচ্ছা করে সবগুলো বর্ণের উপর চন্দ্রবিদু (ঁ) দিয়ে এভাবে উচ্চারণ করে, "আঁজঁ শুঁক্রঁবাঁরঁ, চঁলোঁ ঘুঁরঁতেঁ যাঁইঁ।" তাহলে তা হবে আনুনাসিক অর্থাৎ নাসিকার সাহায্যে উচ্চারিত - ব্যাকরণের ভাষায় যা ভুল।
সুতরাং ব্যাকরণের ক্ষেত্রে নাকের সাহায্যে উচ্চার্য প্রকাশে অনুনাসিক শব্দটি সঠিক, আনুনাসিক / সানুনাসিক নয়।
সারসংক্ষেপ :
নাসিক্য ধ্বনি / অনুনাসিক ধ্বনি - ৩টি (ঙ, ন, ম)।
নাসিক্য বর্ণ / অনুনাসিক বর্ণ - ৭টি (ঙ, ঞ, ণ, ন, ম, ং, ঁ)।
বর্গীয় নাসিক্য বর্ণ ৫টি
অবর্গীয় নাসিক্য বর্ণ _২টি ( ং, ঁ)
সোর্সঃ অন্বেষণ
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions