যত চাও তত লও-বাক্যটি কী জাতীয় বাক্যের উদাহরণ?
A নির্ধারক বিশেষণ
B সাপেক্ষ সর্বনাম
C ক্রিয়া বিশেষণ
D ব্যতিহার বহুব্রীহি
Solution
Correct Answer: Option B
কখনও কখনও পরস্পর সম্পর্কযুক্ত একাধিক সর্বনাম পদ একই সঙ্গে ব্যবহৃত হয়ে দুটি বাক্যের সংযোগ সাধন করে থাকে । এদেরকে বলা হয় সাপেক্ষ সর্বনাম । যেমনঃ যত-তত ।