'সবুজ গ্রহ' বলা হয় কোনটিকে ?

A মঙ্গল

B নেপচুল

C প্লুটো

D ইউরেনাস

Solution

Correct Answer: Option D

-  ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এ গ্রহটি সূর্য থেকে ২৮৭ কোটি কি.মি. দূরে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করতে এ গ্রহের সময় লাগে ৮৪ বছর। এর গড় ব্যাস ৪৯০০০ কি.মি.। এ গ্রহটি হালকা পদার্থ দিয়ে গঠিত। এর আবহমন্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক হওয়ায় একে সবুজ গ্রহ বলা হয়।

- বুদ হল সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ।

- পৃথিবী হলো একমাত্র গ্রহ যেখানে মানুষ বাস করে।

- আর মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ বা গোলাপি গ্রহ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions