ভাসানচর রোহিঙ্গা আশ্রয় প্রকল্প কোন জেলার অন্তর্গত ?

A বরিশাল

B চট্টগ্রাম

C নোয়াখালী

D লক্ষ্মীপুর

Solution

Correct Answer: Option C

ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা একটি চর ।এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের অন্তর্গত 'ঠেঙ্গার চর' ও 'জালিয়ার চর' এই দুই দ্বীপ মিলিয়ে এর নামকরণ করা হয় ভাসান চর । বর্তমানে এর আয়তন ২৫ বর্গমাইল (৬৫ বর্গ কি মি ) ।মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়ের জন্য এখানে আশ্রায়ণ প্রকল্প নির্মাণ করা হয়েছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions