বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত স্থান কোনটি?
Solution
Correct Answer: Option D
বাংলাদেশের চারটি প্রান্ত
উত্তর প্রান্ত
* স্থান: বাংলাবান্ধা/জায়গীরজোত
* উপজেলা: তেঁতুলিয়া
* জেলা: পঞ্চগড়
দক্ষিণ প্রান্ত
* স্থান: ছেঁড়াদ্বীপ/সেন্টমার্টিন
* উপজেলা: টেকনাফ
* জেলা: কক্সবাজার
পূর্ব প্রান্ত
* স্থান: আখাইনঠং
* উপজেলা: থানচি
* জেলা: বান্দরবান
পশ্চিম প্রান্ত
* স্থান: মনাকষা
* উপজেলা: শিবগঞ্জ
* জেলা: চাঁপাইনবাবগঞ্জ
* পঞ্চগড় জেলাকে 'হিমালয়ের কন্যা' বলা হয় এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ দেখা যায়