A তিনি স্বন্ত্রীক কুমিল্লায় থাকেন
B ঘটনাটি শুনে সকলে আশ্চর্য হয়ে গেল
C শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধিশালী হতে পারে
D সভায় সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন
Solution
Correct Answer: Option C
অশুদ্ধ: সভায় সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শুদ্ধ: সভায় সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অশুদ্ধ: তিনি স্বন্ত্রীক কুমিল্লায় থাকেন।
শুদ্ধ:তিনি সস্ত্রীক কুমিল্লায় থাকেন।
অশুদ্ধ: ঘটনাটি শুনে সকলে আশ্চর্য হয়ে গেল।
শুদ্ধ: ঘটনাটি শুনে সকলে আশ্চর্যান্বিত হয়ে গেল।
- শুদ্ধ বাক্য: শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধিশালী হতে পারে।