বাংলাদেশের সংস্কৃতির অন্যতম অংশ বিভিন্ন জাতীয় দিবস উদযাপন ।নিচের কোনটি সর্বজনস্বীকৃত প্রাচীন সংস্কৃতির ধারক ?
A বৈশাখী মেলা
B একুশে ফেব্রুয়ারি
C স্বাধীনতা দিবস
D ঈদ উৎসব
Solution
Correct Answer: Option A
- বাংলাদেশের সংস্কৃতির অন্যতম অংশ হল বিভিন্ন জাতীয় দিবস উদযাপন। এই দিবসগুলি আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ ঘটনাগুলি স্মরণ করে।
- উল্লেখিত বিকল্পগুলির মধ্যে বৈশাখী মেলা সর্বজনস্বীকৃত প্রাচীন সংস্কৃতির ধারক।
- বৈশাখী মেলা:বাংলা নববর্ষের প্রথম দিন পালিত হয়। সম্রাট আকবর বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ' চালু করেন। ফসল কাটার মৌসুমে খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সন চালু করা হয়। সম্রাট আকবরের উপদেষ্টা আমীর ফতেউল্লাহ সিরাজী বাংলা সন প্রবর্তন করেন। বাংলা সন চালু করার ব্যাপারে সম্রাট আকবর ১৫৮৪ সালে নির্দেশনা জারি করেন। তবে এর কার্যকারিতা দেখানো হয় ১৫৫৬ থেকে। কারণ ঐদিনটি ছিল আকবরের সিংহাসনে আরোহণের তারিখ।