Solution
Correct Answer: Option A
যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞা বাক্য বলে। একে অনুজ্ঞাবাচক, অনুজ্ঞাসূচক, আজ্ঞাবাহক বাক্যও বলা হয়। যেমন-
উপদেশ- ভালো ফলের চেষ্টা কর।
আদেশ- চুপটি করে বসো, বাড়ি যাও; অঙ্কটি কর।
অনুরোধ- কাজটি করে দাও না ভাই।