কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে কবি (poet of politics) উপাধি দিয়েছিলেন?
Solution
Correct Answer: Option A
সাংবিধানিক স্বীকৃত: জাতির পিতা
অনু ৪(ক) – ১৫তম সংশোধনীর মাধ্যমে উপাধি: বঙ্গবন্ধু
উপাধি দেন: তোফায়েল আহমেদ
তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
স্থান: তৎকালীন সোহরাওয়ার্দি উদ্যান (বর্তমানে রেসকোর্স ময়দান)।
উপাধি: জাতির জনক
উপাধি দেন: আ.স.ম. আব্দুর রব
তারিখ: ৩ মার্চ, ১৯৭১
স্থান: পল্টন ময়দান
উপাধি: Poet of Politics (রাজনীতির কবি)
উপাধি দেয়: ‘নিউজ উইক’ ম্যাগাজিন (এপ্রিল, ১৯৭১)
উপাধি দেয়া সাংবাদিকের নামঃ লোরেন জেঙ্কিস
উপাধি: বিশ্ববন্ধু
উপাধি দেয়: বিশ্ব শান্তি পরিষদ
তারিখ: ২৩ মে, ১৯৭৩ (জুলিও কুরি পুরস্কার নেয়ার সময়)