নিচের কোন বাক্যটি প্রয়ােগগত দিক থেকে শুদ্ধ?

A আমি কারও সাতেও নেই, সতেরােতেও নেই।

B আপনি স্বপরিবারে আমন্ত্রিত।

C তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।

D সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম ।

Solution

Correct Answer: Option C

বাকী বাক্যগুলোর শুদ্ধরূপ ঃ
অশুদ্ধ বাক্য:  আমি কারও সাতেও নেই, সতেরােতেও নেই।
শুদ্ধ বাক্য: আমি কারও সাতেও নেই, পাঁচেও নেই।

অশুদ্ধ বাক্য: আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
শুদ্ধ বাক্য: আপনি সপরিবারে আমন্ত্রিত।

অশুদ্ধ বাক্য: সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম ।
শুদ্ধ বাক্য: সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions