দিনে প্রচন্ড গরম ও রাতে প্রচন্ড শীত অনুভূত হয় কোথায়?
A বিষুবীয় অঞ্চলে
B মেরুরেখায়
C মরু এলাকায়
D উপকূলীয় এলাকায়
Solution
Correct Answer: Option C
-মরুভুমি মানেই বালি। আর বালি মানে সিলিকন অক্সাইড। সিলিকন অক্সাইড খুব তাড়াতাড়ি সূর্য থেকে তাপ গ্রহন করে এবং খুব তাড়াতাড়ি তাপ বিকিরন করে দেয়। যার কারনে সূর্য ওঠার পর থেকে তাপের তীব্রতা যত বাড়তে থাকে মরুভুমির বালিও তাপ শোষন করে উত্তপ্ত হয় এই জন্যে দিনে গরম অনুভূত হয় এবং বেলা বাড়ার সাথে সাথে যখন সূর্যের তাপ হারায় তখন বালি বা সিলিকন অক্সাইডও তার তাপ অতি তাড়াতাড়ি বিকরন করে ঠান্ডা হয়ে যায়। যার ফলে রাতের বেলা ঠান্ডা অনুভূত হয়।