তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল কত তারিখে দখল করে নেয়?
A ২১ আগস্ট, ২০২১
B ১১ আগস্ট, ২০২১
C ১৫ আগস্ট, ২০২১
D ২৫ আগস্ট, ২০২১
Solution
Correct Answer: Option C
১৫ আগস্ট, ২০২১ আফগানিস্তানের তালেবান যোদ্ধারা রক্তপাতহীনভাবে দেশটির রাজধানী কাবুল দখল করে নেয়।
কাবুল দখলের মাধ্যমে প্রায় ২০ বছর পর তালেবান গোষ্ঠী পুনরায় আফগানিস্তানে ক্ষমতাসীন হয়।