দেশে প্রথমবারের মতো কোন মোবাইল কোম্পানি ই-সিম (এমবেডেড সিম) চালু করে?
Solution
Correct Answer: Option A
- বাংলাদেশে প্রথমবারের মতো ই-সিম (embedded SIM) সেবা চালু করে গ্রামীণফোন।
- ২০২২ সালের ৭ মার্চ থেকে গ্রামীণফোন ই-সিম বাজারে আনার ঘোষণা দেয় এবং ২৫ এপ্রিল ২০২২ থেকে ই-সিম বিক্রি শুরু করে।
- ই-সিম হলো একটি ভার্চুয়াল সিম, যা ফোনের মাদারবোর্ডে এমবেড করা থাকে এবং এটি প্লাস্টিক সিমের বিকল্প হিসেবে কাজ করে।