বারদুয়ারি মসজিদটি কে নির্মাণ করেন?

A আলাউদ্দিন হুসেন শাহ

B শাহসুজা

C শায়েস্তা খান

D সুলতান জালালউদ্দিন

Solution

Correct Answer: Option A

- হুসেন শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ।
- তিনি ২৬ বছর ক্ষমতায় ছিলেন।
- তিনি নৃপতি তিলক, জগৎ ভূষণ ও কৃষ্ণাবন উপাধিতে ভূষিত হন।
- তাঁর শাসনামনে গৌড়ের সোনা মসজিদ ও গুমতিদ্বার নির্মিত হয়।
- আলাউদ্দিন হুসেন শাহ-এর শাসনাকালকে মুসলমান শাসনের ইতিহাসে 'স্বর্ণযুগ' বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions