২০২৫ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন কে?

A মেরি ই. ক্রনকো

B জন ক্লার্ক

C লাসলো ক্রাসনাহোরকাই

D মারিয়া কোরিনা মাচাদো

Solution

Correct Answer: Option A

নোবেল পুরস্কার ২০২৫

• মোট বিজয়ী: ১৪ জন।
• পুরুষ ১২ জন ও নারী ২ জন।
• পুরস্কার বিতরণী অনুষ্ঠান: ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে)।

বিষয় ও পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম, দেশ, অবদান ও ঘোষণাকারী প্রতিষ্ঠান:

• চিকিৎসাবিজ্ঞান:
১) মেরি ই. ব্রুনকো (যুক্তরাষ্ট্র)
২) ফ্রেড রামসডেল (যুক্তরাষ্ট্র)
৩) শিমোন সাকাগুচি (জাপান)
অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে যুগান্তকারী গবেষণা।

• পদার্থবিজ্ঞান:
১) জন ক্লার্ক (যুক্তরাষ্ট্র)
২) মিশেল দেভরেট (যুক্তরাষ্ট্র)
৩) জন এম. মার্টিনিস (যুক্তরাষ্ট্র)
অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন নিয়ে গবেষণা।

• রসায়ন:
১) সুসুমু কিতাগাওয়া (জাপান)
২) রিচার্ড রবসন (অস্ট্রেলিয়া)
৩) ওমর এম. ইয়াঘি (যুক্তরাষ্ট্র)
অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOFs) নামে নতুন আণবিক কাঠামো আবিষ্কার।

• সাহিত্য:
১) লাসব্লো ক্রাসনাহোরকাই (হাঙ্গেরি)
অবদান: গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গি ও মানবিক শক্তি বিষয়ক সাহিত্যকর্ম।

• শান্তি:
১) মারিয়া কোরিনা মাচাদো (ভেনেজুয়েলা)
অবদান: গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবিচল সংগ্রাম।

• অর্থনীতি:
১) জোয়েল মোকির (যুক্তরাষ্ট্র)
২) ফিলিপ আগিয়োঁ (ফ্রান্স)
৩) পিটার হাউইট (কানাডা)
অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যার তত্ত্ব উপস্থাপন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions