বাংলাদেশের কোন দ্বীপে পর্তুগিজরা বাস করতো?
A সেন্ট মার্টিন দ্বীপে
B ভোলায়
C দক্ষিণ তালপট্টি দ্বীপে
D মনপুরা দ্বীপে
Solution
Correct Answer: Option D
- বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনার মোহনায় ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মনপুরা উপজেলায় লক্ষাধিক লোকের বসবাস রয়েছে।
- মিয়া জমিরশাহ'র স্মৃতি বিজড়িত মনপুরা দ্বীপ অতি প্রাচীন।
- একসময় এ দ্বীপে পর্তুগীজদের আস্তানা ছিল।