Solution
Correct Answer: Option D
-একশেষ শব্দের অর্থ চূড়ান্ত।
-একশেষ শব্দটি দ্বন্দ্ব সমাসের সঙ্গে সম্পর্কিত।
-কিছু সমস্ত পদ আছে যেগুলোর সমস্যমান পদগুলো চূড়ান্তভাবে সমস্তপদে মিশে আছে সেসব সমস্তপদকে একশেষ দ্বন্দ্ব বলে।
-যেমন : তুমি, সে ও আমি = আমরা।
-এখানে তুমি, সে ও আমি সমস্যমান পদ তিনটি চূড়ান্তভাবে আমরা সমস্তে পদে মিশে আছে বলে একে একশেষ দ্বন্দ্ব সমাস বলা হচ্ছে।
-আবার যে সমাসে সমস্যমান পদ্গুলো একসঙ্গে থাকে, ব্যাসবাক্য হয় না, তাকে নিত্য সমাস বলে।