নিচের কোনটির সভা প্রতিমাসে অনুষ্ঠিত হয়?

A বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

B জাতীয় অর্থনৈতিক পরিষদ

C বাংলাদেশ পরিকল্পনা কমিশন

D জাতীয় পরিবেশ কমিটি

Solution

Correct Answer: Option B

NEC
- পূর্ণরূপ: National Economic Council (NEC) বা জাতীয় অর্থনৈতিক পরিষদ।
- পরিচয়: দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ।
- সভাপতি: প্রধানমন্ত্রী
- সদস্য: মন্ত্রিসভার সকল সদস্য
- সহায়তাদানকারী কর্মকর্তা: মন্ত্রিপরিষদ সচিব, গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্যগণ (৬ জন) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিব (মোট ৯ জন)
- সাচিবিক সহায়তা প্রদানকারী বিভাগ: পরিকল্পনা বিভাগ
- বৈঠকের নিয়ম: NEC এর সভা প্রতি মাসে অনুষ্ঠিত হয়। পরিকল্পনা বিভাগ NEC-কে সচিবালয় সরবরাহ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions