ABCD সামন্তরিকের ∠A = ১২০° হলে ∠B এর মান কত?
Solution
Correct Answer: Option A
সামান্তরিকের যেকোনো দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০° (দুই সমকোণ)।
এখানে, ABCD সামান্তরিকে ∠A এবং ∠B হলো সন্নিহিত কোণ।
প্রশ্নমতে, ∠A = ১২০°
আমরা জানি, ∠A + ∠B = ১৮০°
বা, ১২০° + ∠B = ১৮০°
বা, ∠B = ১৮০° - ১২০°
বা, ∠B = ৬০°
সঠিক উত্তর: (A) ৬০°