চীনা পরিব্রাজক মা হুয়ান কার আমলে বাংলায় ভ্রমণ করেন?
Solution
Correct Answer: Option D
বাংলায় ভ্রমণকারী পরিব্রাজক:
- চীনা পরিব্রাজক ফা-হিয়েন গুপ্ত যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে (৩৮০-৪১৩ খ্রিস্টাব্দ) বাংলায় আসেন। তার পরবর্তীতে আরেক চীনা পরিব্রাজক মা হুয়ান গিয়াস উদ্দীন আজম শাহের শাসনামলে বাংলায় ভ্রমণ করেন।
- চীনা পর্যটক হিউয়েন সাং ভারতের হর্ষবর্ধনের শাসনকালে ভারতভ্রমণ করেন।
- অন্যদিকে, গ্রিক পরিব্রাজক মেগাস্থিনিস রাজকীয় দূত হিসেবে ভারতে আসেন এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের (স্যান্ড্রাকোট্টাস) দরবারে দায়িত্ব পালন করেন।
- সপ্তম শতাব্দীতে চীনা পরিব্রাজক ই-সিং (Yijing) ভারতে আসেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন।
- তার বিখ্যাত ভ্রমণ বিবরণের নাম হলো "A Record of Buddhist Practices Sent Home from the Southern Sea"।