চীনা পরিব্রাজক মা হুয়ান কার আমলে বাংলায় ভ্রমণ করেন?

A ইলিয়াস শাহ

B হর্ষবর্ধন

C চন্দ্রগুপ্ত মৌর্য

D গিয়াস উদ্দীন আজম শাহ

Solution

Correct Answer: Option D

বাংলায় ভ্রমণকারী পরিব্রাজক:
- চীনা পরিব্রাজক ফা-হিয়েন গুপ্ত যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে (৩৮০-৪১৩ খ্রিস্টাব্দ) বাংলায় আসেন। তার পরবর্তীতে আরেক চীনা পরিব্রাজক মা হুয়ান গিয়াস উদ্দীন আজম শাহের শাসনামলে বাংলায় ভ্রমণ করেন।
- চীনা পর্যটক হিউয়েন সাং ভারতের হর্ষবর্ধনের শাসনকালে ভারতভ্রমণ করেন।
- অন্যদিকে, গ্রিক পরিব্রাজক মেগাস্থিনিস রাজকীয় দূত হিসেবে ভারতে আসেন এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের (স্যান্ড্রাকোট্টাস) দরবারে দায়িত্ব পালন করেন।
- সপ্তম শতাব্দীতে চীনা পরিব্রাজক ই-সিং (Yijing) ভারতে আসেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন।
- তার বিখ্যাত ভ্রমণ বিবরণের নাম হলো "A Record of Buddhist Practices Sent Home from the Southern Sea"।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions