কোন রেখা প্রবাহিত হওয়ার ফলে বাংলাদেশ ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত?
A কর্কটক্রান্তি
B মকরক্রান্তি
C বিষুবরেখা
D নিরক্ষরেখা
Solution
Correct Answer: Option A
বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তু রেখা অতিক্রম করায় এখানে ক্রান্তীয় জলবায়ু বিরাজমান। কিন্তু মৌসুমী বায়ুর প্রভাব এদেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু 'ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নাএ পরিচিত। উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।