Correct Answer: Option B
কর্ম কারক: ক্রিয়াকে 'কী' বা 'কাকে' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা কর্ম কারক।
সম্প্রদান কারক: স্বত্ব ত্যাগ করে (নিঃস্বার্থভাবে) 'কাকে' দান করা হচ্ছে, তা হচ্ছে সম্প্রদান কারক।
প্রশ্নের বাক্যটি হলো: 'ভিক্ষুককে ভিক্ষা দাও।'
এখানে, 'দাও' ক্রিয়াকে প্রশ্ন করুন:
'কী দাও?' - উত্তর আসে 'ভিক্ষা'।
যেহেতু 'কী' দিয়ে প্রশ্ন করে 'ভিক্ষা' শব্দটি পাওয়া যাচ্ছে, তাই এটি কর্ম কারক।
- প্রশ্নটি যদি 'ভিক্ষুক' নিয়ে করা হতো তাহলে সম্প্রদান কারক উত্তর হতো।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions