- নিরক্ষরেখা বা বিষুবরেখা হতে ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি রেখা বলা হয় ।
- এটি এশিয়ার দক্ষিণ অংশের মধ্য দিয়ে যায়, যেমনঃ ভারত, বাংলাদেশ এবং দক্ষিণ চীনের মতো দেশগুলির মধ্য দিয়ে যায়।
- অন্যদিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা হতে ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলা হয়।