একটি পাত্রের অর্ধেক পানি দিয়ে পূর্ণ। ওই পাত্রে যদি ৪ লিটার পানি যোগ করা হয় তবে তার ৬০% ভাগ পানিতে পূর্ণ হয়ে যাবে। পাত্রটির ধারণ ক্ষমতা কত লিটার?

A ৪০

B ৬০

C ৮০

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option A

মনেকরি, পাত্রটির ধারণ ক্ষমতা = x লি.
প্রশ্নমতে, x/2 + 4 = x এর 60%
⇒ (x + 8)/2 = x × 60/100
⇒ (x + 8)/2 = 3x/5
⇒ 6x = 5x + 40
⇒ 6x - 5x = 40
⇒ x = 40

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions