Which of the following organizations won the Nobel Prize three times?
Solution
Correct Answer: Option A
- ICRC (International Committee of the Red Cross) হলো একটি নিরপেক্ষ, স্বাধীন ও মানবিক সংস্থা যা সশস্ত্র সংঘাত ও সহিংসতা থেকে প্রভাবিত মানুষদের সুরক্ষা ও সহায়তা প্রদান করে।
- ICRC প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৬৩ সালে, হেনরি ডুনান্টের উদ্যোগে।
- ICRC এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- ICRC শান্তিতে ৩বার নোবেল পুরস্কার লাভ করেছে ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে।
- রেডক্রসের প্রতীকসমূহ হলো the Red Cross, the Red Crescent এবং the Red Crystal।
ICRC তিনবার নোবেল পুরস্কার অর্জন করেছে, যা এই প্রশ্নের সঠিক উত্তর। অন্যান্য বিকল্পগুলোর (UNESCO, UNHCR, WFP, UNCTAD) মধ্যে কোনো সংস্থা তিনবার নোবেল পুরস্কার পায়নি।