আগ্নেয়গিরি থেকে বের হওয়া গলিত শিলা কী নামে পরিচিত?

A ছাই

B ম্যাগমা

C লাভা

D গ্রানাইট

Solution

Correct Answer: Option B

- ভূগভস্থ বাষ্প, গলিত ধাতব পদার্থ, উত্তপ্ত প্রস্তর খন্ড, কদম, ধূম, ভস্ম ইত্যাদি যখন প্রবল বেগে ভূ-পৃষ্ঠে নির্গত হয় তখন তাকে আগ্নেয়গিরি বলে।
- আর আগ্নেয়গিরি থেকে বের হওয়া শিলা ম্যাগমা নামে পরিচিত।
- ম্যাগমা ভূ-পৃষ্ঠে বেরিয়ে এলে তাকে লাভা বলে।
- এই লাভা শীতল হয়ে জমাট বেঁধে আগ্নেয়গিরির সৃষ্টি হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions