MS Excel এ সঠিক ভাবে লেখা ফর্মুলা কোনটি?
A Sum (C9:C12)
B Sum(C9+C12)
C Sum =(C9:C12)
D =Sum (C9:C12)
Solution
Correct Answer: Option D
• Excel ফর্মুলায় = চিহ্ন থাকতে হয়
• Sum() ফাংশনে সরাসরি সেল রেঞ্জ (C9:C12) ব্যবহার করতে হয়
• = ছাড়া ফর্মুলা কাজ করবে না
• Sum(C9+C12) ভুল কারণ এটি শুধু দুটি সেলের যোগফল করবে
• =Sum(C9:C12) হল সঠিক Excel ফর্মুলা