স্থলবেষ্টিত দেশ কোনটি?

A বলিভিয়া

B উরুগুয়ে

C আর্জেন্টিনা

D গায়ানা

Solution

Correct Answer: Option A

- স্থলবেষ্টিত দেশ (Landlocked country) হলো সেই সব দেশ যাদের কোনো সমুদ্র বা মহাসাগরের সাথে সরাসরি সংযোগ নেই।
- অর্থাৎ, এই দেশগুলো চারদিকে অন্য এক বা একাধিক দেশ দ্বারা পরিবেষ্টিত থাকে।

বলিভিয়া:
- দক্ষিণ আমেরিকা মহাদেশের দুটি স্থলবেষ্টিত দেশের মধ্যে একটি হলো বলিভিয়া।
- এটি ব্রাজিল, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, চিলি এবং পেরু দ্বারা পরিবেষ্টিত।
- যদিও অতীতে বলিভিয়ার প্রশান্ত মহাসাগরের সাথে উপকূলরেখা ছিল, ১৮৭৯-১৮৮৩ সালের প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে চিলির কাছে তা হারায়।

অন্যদিকে,
- উরুগুয়ের দক্ষিণ ও পূর্বে আটলান্টিক মহাসাগরের সাথে দীর্ঘ উপকূলরেখা রয়েছে।

- আর্জেন্টিনার পূর্বে আটলান্টিক মহাসাগরের সাথে প্রায় ৪,৭০০ কিলোমিটার দীর্ঘ উপকূল রয়েছে।

- গায়ানা দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত এবং এর উত্তর-পূর্বে আটলান্টিক মহাসাগরের সাথে প্রায় ৪৫৯ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions