'পদ্মের ন্যায় চোখ' এক কথায় প্রকাশ করলে হবে?
Solution
Correct Answer: Option C
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• পুণ্ডরীকাক্ষ শব্দের অর্থ: পদ্মের মতো সুন্দর চোখবিশিষ্ট।
নিম্নে গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- 'যার কোন কিছু থেকেই ভয় নেই' - অকুতোভয়৷
- 'যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন' - অনন্যসাধারণ।
- 'কি করতে হবে যে স্থির করতে পারে না' - কিংকর্তব্যবিমূঢ়।
- 'যার উপস্থিত বুদ্ধি আছে' - প্রত্যুৎপন্নমতি।
- 'যা কখনো নষ্ট হয় না এমন' - অবিনশ্বর।