Solution
Correct Answer: Option B
- প্রাচীন গ্রিসে 'Agora' (Agora) বলতে নগরের উন্মুক্ত চত্বর বা জনসমাবেশের স্থানকে বোঝানো হতো, যেখানে বাণিজ্যিক, সামাজিক এবং রাজনৈতিক কার্যকলাপ পরিচালিত হতো।
- এটি এক ধরনের বাজার বা মিলনস্থল হিসেবে ব্যবহৃত হতো।
- এই বাণিজ্যিক প্রেক্ষাপটে 'Agora' শব্দটির বাংলা পারিভাষিক অর্থ হিসেবে 'পণ্যাগার' (পণ্য বা জিনিসপত্র রাখার স্থান) বা 'শস্যাগার' (শস্য রাখার স্থান) ব্যবহার করা হয়।