Solution
Correct Answer: Option B
বাংলা ভাষায় কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ হলো সেইসব শব্দ, যেগুলো মূল শব্দের সঙ্গে কৃৎ প্রত্যয় (যেমন: -ন, -তা, -ক, -ই, ইত্যাদি) যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করে।
এখানে "কাঁদন" শব্দটি "কাঁদ" ধাতুর সঙ্গে "ন" কৃৎ প্রত্যয় যোগে গঠিত হয়েছে।
অন্যদিকে, পড়া, খাওয়া, দেখা—এসব শব্দ মূলত ধাতু বা মৌলিক ক্রিয়া, এগুলো কৃৎ প্রত্যয়যোগে গঠিত নয়।