মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?
Solution
Correct Answer: Option B
মৌর্য বংশ (Maurya Dynasty)
- বাংলায় আগমন: আলেজান্ডার পরবর্তী সময়ে এবং আর্যদের আগমনের পূর্বে।
- শাসনকাল: খ্রিস্টপূর্ব ৩২১ থেকে খ্রিস্টপূর্ব ১৮৫।
- প্রতিষ্ঠাতা: নন্দ রাজবংশ উচ্ছেদ করে চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করে।
- রাজধানী: পালিবোথরা/পাটালিপুত্র।
- বাংলার প্রাদেশিক রাজধানী ছিল: পুণ্ড্রনগর।
- সঞ্চারা: মৌর্য যুগে গুপ্তচরদের বলা হত।
- প্রতিষ্ঠা করে: পুণ্ড্র জনপদ।
মৌর্য সাম্রাজ্যের বিশেষত্ব:
- প্রথম সর্বভারতীয় রাষ্ট্র
- ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য
- লৌহ যুগ
- সমগ্র দক্ষিণ এশিয়াব্যাপী এই সাম্রাজ্যের বিস্তার ছিল।
- শাসকগণ: চন্দ্রগুপ্ত মৌর্য>বিন্দুসার>সম্রাট অশোক>দশরথ>সম্প্রতি>শালিশুক>দেববর্মণ>শতধানবান> বৃহদ্রথা।