‘বেশ এক ঘুম ঘুমিয়েছি’এ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন পদ?
A প্রযোজক ক্রিয়া
B অনুক্ত কর্ম
C যৌগিক ক্রিয়া
D সমধাতুজ কর্ম
Solution
Correct Answer: Option D
বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাতৃর্থক কর্মপদ বলে। যেমন- আর কত খেলা খেলবে, বেশ এক ঘুম ঘুমিয়েছি।