Solution
Correct Answer: Option B
- 'রূপকথা' হল ধানের একটি জাত।
- 'রূপকথা' নামের ধান জাতটি বাংলাদেশের ঐতিহ্যবাহী দেশি ধানের মধ্যে একটি।
- এটি একটি সুগন্ধি ও সুন্দর স্বাদযুক্ত ধানের জাত, যা বেশ কিছু অঞ্চলে চাষ হয়।
- এই জাতের ধানটির মধ্যে অনেক অনন্য বৈশিষ্ট্য রয়েছে এবং এটি কৃষকদের মধ্যে জনপ্রিয় ছিল।
- দেশি জাতের ধানের সংরক্ষণ ও চাষাবাদের মাধ্যমে রূপকথা প্রভৃতি জাতগুলো হারিয়ে যেতে থাকলেও, কিছু অঞ্চলে এখনও এগুলো চাষাবাদ করা হয়।