বাংলা সাহিত্যে সর্বপ্রাচীন ছন্দ কোনটি বলে পরিচিত?
Solution
Correct Answer: Option C
- মাত্রাবৃত্ত ছন্দ বাংলা সাহিত্যের প্রাচীনতম ছন্দ হিসেবে পরিচিত।
- এটি ধ্বনিপ্রধান ছন্দ, যার মূল পর্ব সাধারণত ৪, ৫, ৬ বা ৭ মাত্রার হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর এটিকে 'সংস্কৃতভাঙা' ছন্দ হিসেবে উল্লেখ করেছেন।
- মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবিতার আবৃত্তির গতি স্বরবৃত্ত ছন্দের চেয়ে ধীর, কিন্তু অক্ষরবৃত্ত ছন্দের চেয়ে দ্রুত।