মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা কে ছিলেন?
Solution
Correct Answer: Option B
- কৌটিল্য/চাণক্য/বিষ্ণুগুপ্ত পণ্ডিত ছিলেন প্রাচীন দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমরবিদ ভারতের অর্থনীতিবিদ।
- তিনি ছিলেন প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রী।
- তিনি তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি পড়িয়েছেন। রচনা করেছেন ‘অর্থশাস্ত্র' ও ‘চাণক্য নীতি' নামক দুটি গ্রন্থ।
- চাণক্যের তত্ত্বগুলি চিরায়ত অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে পাণ্ডিত্যের জন্য তাকে ‘ভারতের মেকিয়াভেলি' বলা হয়।
- কৌটিল্য/চাণক্য নীতিতে তিনি বলেছেন যে, শক্তিমান রাজ্যই টিকে থাকতে পারে। তাই শক্তিমান রাজ্যকে সবসময় শত্রুদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং যুদ্ধে প্রস্তুত থাকতে হবে। কৌটিল্য নীতির এই ধারণাটি "শক্তিমান মাত্রই যুদ্ধ করবে ও শত্রু নিপাত করবে" এই বাক্যে প্রকাশিত হয়েছে।