নিচের কোন বাক্যে ‘অহংকার’ অর্থে ‘গরম’ শব্দটি ব্যবহৃত হয়েছে?
A শিক্ষকের মেজাজ গরম কারণ কেউ তার কথা মন দিয়ে শোনে না।
B দু নম্বরি টাকার গরমে রহিমের পা যেনো মাটিতে পরে না।
C গরম আবহাওয়ার জন্য লোকেরা ছাতা নিয়ে ঘর থেকে বের হয়।
D তার গরম গায়ে কেউ জল ঢালতে সাহস পায় না।
Solution
Correct Answer: Option B
বাংলা ভাষায় "গরম" শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এখানে "অহংকার" অর্থে "গরম" শব্দটি ব্যবহৃত হয়েছে। বাক্যে "দু নম্বরি টাকার গরমে রহিমের পা যেনো মাটিতে পরে না" বলতে বোঝানো হয়েছে যে, রহিম টাকার অহংকারে এতটাই গর্বিত যে তার আচরণে তা প্রকাশ পাচ্ছে।