‘গাড়িটা অনেক দ্রুত চলছে’ – এ বাক্যে 'অনেক' শব্দটি কোন বিশেষণ?
Solution
Correct Answer: Option B
ভাববাচক বিশেষণ:
- যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে।
- এই বিশেষণগুলি অন্য বিশেষণকে আরও বিশেষিত করে।
উদাহরণ: খুব, অনেক।
- "খুব ভালো খবর।", "গাড়িটা অনেক দ্রুত চলছে।"