বাংলাদেশে আমন ধান আবাদ শুরু হওয়ার সময় কবে?
A জুনের শেষ–সেপ্টেম্বরের শুরু
B অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বর
C মার্চের শুরু থেকে এপ্রিল
D নভেম্বরের শেষ থেকে জানুয়ারি
Solution
Correct Answer: Option A
আমন ধান মূলত বর্ষা মৌসুমের ফসল। বাংলাদেশে সাধারণত আষাঢ় থেকে ভাদ্র মাস (যা ইংরেজি ক্যালেন্ডারে জুনের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত বিস্তৃত) আমন ধানের চারা রোপণের উপযুক্ত সময়। এই সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, যা আমন ধান চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমন ধানের চারা রোপণের পর সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ফসল কাটা হয়।