গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত বাংলার কোন জনপদ ব্যতীত সমগ্র বাংলা জয় করেন?

A গৌড়

B সমতট

C পুণ্ড্র

D বঙ্গ

Solution

Correct Answer: Option B

- গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের বিজয় অভিযান সম্পর্কে এলাহাবাদ স্তম্ভলিপিতে বিস্তারিত বর্ণনা রয়েছে।
- এই লিপি অনুসারে, তিনি বাংলার প্রায় সকল জনপদ জয় করে গুপ্ত সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন।
- কিন্তু 'সমতট' একটি প্রত্যন্ত বা সীমান্তবর্তী রাজ্য হওয়ায় এটি সরাসরি গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না।
- সমতট গুপ্তদের অধীন একটি করদ রাজ্য হিসেবে পরিচিত ছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions