চীনা পরিব্রাজক হিউয়েন সাং কোন জনপদ ভ্রমণ করে তার বিবরণী লিখে যান?

A হরিকেল

B বরেন্দ্র

C রাঢ়

D সমতট

Solution

Correct Answer: Option D

- হিউয়েন সাং ছিলেন একজন বিখ্যাত চীনা বৌদ্ধ ভিক্ষু ও পর্যটক, যিনি ৭ম শতকে বাংলায় আসেন।
- তিনি বাংলার বেশ কয়েকটি জনপদ ভ্রমণ করেন এবং তাঁর ভ্রমণকাহিনীতে সেগুলোর বিশদ বিবরণ দেন।
- তাঁর বর্ণনায় 'সমতট' জনপদের উল্লেখ পাওয়া যায়, যা বর্তমান কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে অবস্থিত ছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions