শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত টাকায় ১০ বছরে ৪৫০০ টাকা হবে?
Solution
Correct Answer: Option C
সুদের সূত্র হলো:
A = P(1 + rt)
এখানে,
A = মোট অর্থ (Amount after interest)
P = মূলধন (Principal)
r = বার্ষিক সুদের হার (Rate per year)
t = সময় (time in years)
প্রদত্ত:
A = ৪৫০০ টাকা
r = ৫% = 5/100
t = ১০ বছর
P = ?
সুদাসল,
A = P(1 + rn)
= P{1 + (5/100) × 10}
= P{1 + (50/100)}
= P{1 + 1/2}
= P × (3/2)
⇒ 4500 = P × (3/2)
⇒ P = (4500 × 2) / 3
⇒ P = 3000