কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মণীয় নাম -
Solution
Correct Answer: Option B
- কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ের চিরস্মণীয় নাম প্যাট্রিক লুমুম্বা।
- ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সংক্ষেপে ডিআরসি অথবা ডিআর কঙ্গো। রাজধানী কিনসাসা।
- ১৯৬০ সালে ডিআর কঙ্গো ৭৫ বছরের বেলজিয়াম উপনিবেশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।