১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের নাট্যকার কে?
A কবীর চৌধুরী
B মুনীর চৌধুরী
C সৈয়দ শামসুল হক
D কবি জসীমউদ্দীন
Solution
Correct Answer: Option B
- সাংবাদিক ও প্রাবন্ধিক রণেশ দাশগুপ্তের অনুরোধে মুনীর চৌধুরী ১৯৫৩ সালে জেলে বসে ৫২ এর ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে ‘কবর’ নাটকটি রচনা করেন।
- নাটকটি ১৯৬৬ সালে প্রকাশ পায়।
- ‘রাখালী’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘কবর’ কবিতার রচয়িতা পল্লীকবি জসীমউদ্দীন।