Solution
Correct Answer: Option D
বাংলাদেশের সার কারখানাগুলোতে ইউরিয়া সার উৎপাদনে কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস বা মিথেন গ্যাস ব্যবহৃত হয়। প্রাকৃতিক গ্যাস সহজে পাওয়ার জন্যে নরসিংদী, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে সার কারখানা গড়ে উঠেছে।
প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো হলো মিথেন ৮০% - ৯০%, ইথেন ১৩%, প্রোপেন ৩% । এছাড়া বিউটেন, ইথিলিন ও নাটট্রোজেনও কিছু পরিমাণ থাকে । আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস মিথেনের পরিমাণ ৯৫% - ৯৯% ।