Solution
Correct Answer: Option C
- শক্তির এস.আই. একক জুল।
- কাজ করার হারকে ক্ষমতা বলে। এর এস. আই. একক ওয়াট।
- কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও তার অভিমুখে সরণের গুণফলকে কাজ বলে। এর এস. আই. একক জুল।
- যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় কিংবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। এর এস. আই. একক নিউটন।