বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?

A বিহারীলাল চক্রবর্তী

B প্যারিদাশ মিত্র

C শরৎচন্দ্র চট্টপাধ্যয়

D ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Solution

Correct Answer: Option A

- বিহারীলাল চক্রবর্তীর বাংলা গীতিকবিতার জনক।
- বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম দিকে সফল গীতিকবিতা রচনার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি’ উপাধি দেন।
- তার প্রকাশিত কাব্যগ্রন্থ হলোঃ স্বপ্নদর্শন, সঙ্গীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধুবিয়োগ, প্রেম প্রবাহিনী ও সারদামঙ্গল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions