''মোস্তফা চরিত'' গ্রন্থের রচয়িতা--
Correct Answer: Option D
বাংলা ভাষার প্রথম সংবাদপত্র দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা মাওলানা আকরম খাঁ। ১৯৩৬ সালের অক্টোবর মাসে মওলানা আকরম দৈনিক আজাদ পত্রিকা প্রকাশ শুরু করেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থঃ
- মোস্তফা চরিত,
- সমস্যা ও সমাধান ,
- আমপারার বাংলা অনুবাদ,
- মোস্তফা-চরিতের বৈশিষ্ট্য,
- বাইবেলের নির্দেশ ও প্রচলিত খ্রীষ্টান ধর্ম,
- মুসলীম বাংলার সামাজিক ইতিহাস,
- তাফসীরুল কোরআন।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions