একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২ । যদি পানি অপেক্ষা দুধের পরিমান ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমান কত?
Correct Answer: Option D
দুধ ৫x এবং পানি আছে ২x
বা, দুধ = পানি + ৬ লিটার
বা, ৫x =২x+ ৬ লিটার
বা, x = ২ লিটার।
পানি আছে ৪ লিটার।
অন্যভাবে,
ধরি,
দুধের পরিমাণ = ৫ক লিটার,
পানির পরিমাণ = ২ক লিটার
প্রশ্নমতে
∴ ৫ক - ২ক = ৬ লিটার
বা, ৩ক = ৬ লিটার
∴ ক = ২ লিটার
∴ পানির পরিমাণ = ২×২ = ৪ লিটার
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions