মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কনা যা রাসয়নিক প্রক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয়-
A অনু
B পরমাণু
C প্রভাবক
D যৌগিক পদার্থ
Solution
Correct Answer: Option B
- মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে।
- পরমাণুকে ভাঙ্গলে ইলেকট্রন, প্রোট্রন ও নিউট্রন পাওয়া যায়। ‘অণু’ রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না।
- অণুকে ভাঙ্গলে পরমাণু পাওয়া যায়।